Terms & Condition
১. পরিচিতি
এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের Terms & Conditions মেনে চলতে সম্মত হচ্ছেন। TOP TOK Gadget ব্যবহার করে আপনি নিচের শর্তগুলো মেনে চলবেন।
২. ওয়েবসাইট ব্যবহারের শর্ত
আপনি ওয়েবসাইটটি কেবল বৈধ উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন।
কোনো অবৈধ, মিথ্যা বা ক্ষতিকারক কার্যক্রম করার অনুমতি নেই।
প্রোডাক্টের ছবি, কনটেন্ট বা তথ্য অনুমতি ছাড়া কপি করা যাবে না।
৩. অর্ডার ও পেমেন্ট
অর্ডার দেওয়ার সময় আপনাকে সঠিক তথ্য প্রদান করতে হবে।
পেমেন্ট সম্পন্ন হওয়ার পরই আপনার অর্ডার কনফার্ম হবে।
ডেলিভারি ও রিটার্ন/রিফান্ড আমাদের ওয়েবসাইটে প্রদত্ত শর্ত অনুযায়ী সম্পন্ন হবে।
৪. প্রোডাক্ট এবং সার্ভিস
আমরা সর্বোচ্চ চেষ্টা করি সঠিক প্রোডাক্ট ও সার্ভিস সরবরাহ করতে।
কোনো প্রোডাক্টে সমস্যা থাকলে আমাদের রিটার্ন ও রিফান্ড পলিসি অনুযায়ী সমাধান দেওয়া হবে।
৫. দায়িত্ব সীমাবদ্ধতা
ওয়েবসাইট ব্যবহারের কারণে কোনো সরাসরি বা পরোক্ষ ক্ষতির জন্য আমরা দায়ী থাকব না।
আমাদের ওয়েবসাইটে তৃতীয় পক্ষের কোনো লিঙ্ক থাকলে তার কনটেন্ট বা নীতির জন্য আমরা দায়ী নই।
৬. কপিরাইট ও ট্রেডমার্ক
ওয়েবসাইটের সমস্ত কনটেন্ট, লোগো, ছবি এবং প্রোডাক্ট সম্পর্কিত তথ্য TOP TOK Gadget-এর সম্পত্তি।
পূর্ব অনুমতি ছাড়া এগুলো ব্যবহার করা যাবে না।
৭. প্রাইভেসি
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের প্রাইভেসি পলিসি অনুযায়ী সুরক্ষিত রাখা হয়।
আপনার তথ্য কেবলমাত্র অর্ডার প্রসেস ও সার্ভিস উন্নয়নের জন্য ব্যবহার করা হবে।
৮. পরিবর্তন ও সংশোধন
আমরা যেকোনো সময় এই Terms & Conditions পরিবর্তন বা আপডেট করার অধিকার রাখি।
পরিবর্তন প্রকাশের পর ওয়েবসাইট ব্যবহার করলে সেটি নতুন শর্তাবলী মেনে চলা হিসেবে গণ্য হবে।
৯. যোগাযোগ
Terms & Conditions সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন:
হোয়াটসঅ্যাপ: +880 1831-115052
ইমেইল: Kawsarprodhan.it@gmail.com